বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইয়াবা নিয়ে সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ

ইয়াবা নিয়ে সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ

ইয়াবাসহ মাদক নিয়ে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। ২০ আগস্ট হালিশহরে জেলা পুলিশ লাইন্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ১১ জেলার এসপিদের এ নির্দেশনা দেন তিনি। ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, চট্টগ্রাম রেঞ্জে মাদক একটা বড় সমস্যা ছিল। মাদকের বিরুদ্ধে আপনারা সবাই যুদ্ধ করেছেন। ইয়াবা একটি সর্বানাশা মাদক। পুলিশের বলিষ্ট ভূমিকার কারনে কক্সবাজারের মাধ্যমে ইয়াবা এখন তেমন একটা আসছে না। বর্ডারের অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে। বর্ডার এলাকার এসপি যারা আছেন আপনারা সতর্ক থাকবেন।

ডিআইজি বলেন, এখন আমাদের কাছে তথ্য আছে- ইয়াবা এখন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে জয়লাভ করেছি, মাদকের বিরুদ্ধেও আমরা জয়লাভ করতে পারবো।

খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশের কার্যকরী ভূমিকার কারনে তিন দিনের মাথায় সারা বাংলাদেশ থেকে গুজব প্রতিরোধ হয়। ডেঙ্গু প্রতিরোধেও পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা ভূমিকা রেখেছেন। চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনার সভাপতিত্বে সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অভিযান ও অপরাধ) মোহাম্মদ আবুল ফয়েজসহ চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ