বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম মেডিকেল কলেজ সন্ধানীর আয়োজনে জাতীয় শোক দিবস পালন

চট্টগ্রাম মেডিকেল কলেজ সন্ধানীর আয়োজনে জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী। প্রতি বছরের মত এই বছর ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানাবিধ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ প্রোগ্রামের আয়োজন করা হয়।received_2376023942654037

দিবসের সবচেয়ে বড় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মেরিন ফিশারিজের উদ্যোগে। উক্ত প্রোগ্রামে ৩৩ব্যাগ রক্ত সংগৃহীত হয়।তাছাড়াও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে, RISSHO-KOSEI-KAI মেডিকেল সার্ভিস ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় খাগড়াছড়িতে একটি স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের আয়োজন করা হয়।এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্যোগে ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপ-পরিচালকসহ আয়োজকবৃন্দ উপস্হিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ