বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজাতীয় শোক দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আলোচনা ও দোয়া মাহফিল

IMG_20190815_173953স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট রোজ বৃহষ্পতিবার যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকারী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ও জেলা রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। বাংলার মানুষ তাকে আগে যেমন ভালোবেসেছে আজও তাকে হূদয় দিয়ে ভালোবাসে। জাতির জনক শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে চিরস্মরণীয় এক নাম। বাঙালির প্রেরণার নাম। যিনি না থেকেও বাংলার মানুষের হূদয়ে বেঁচে আছেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে। বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি র্অজনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তার স্বপ্ন। তাই আমাদের দায়িত্ব হবে জ্ঞানগরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসর্ম্পূণ কাজকে সর্ম্পূণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলেই আমরা চিরঞ্জীব এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রর্দশন করতে পারব। পরবর্তীতে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১৫ অগাস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

dav

এতে উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া ও প্রকাশনা বিভাগীয় প্রধান মোঃ মঈনুল ইসলাম, উপ প্রধান কৃষ্ণ দাশ, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপপ্রধান তৌহিদুল ইসলাম, মুক্তদল সদস্য খুরশিদ আলম, মাহবুব উল্লাহ, হাবিবুর রহমান তুহিন, অভিষেক চৌধুরী, উম্মে সুরাইয়া, মায়মুনা আকতার, মোঃ সারতাজ হোসাইন, জাকির হোসেন, সাইদুর রহমান, আলহাদি মেহেরাজ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ ইয়াছিনুল করিম।

আরও পড়ুন

সর্বশেষ