শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েস্মৃতিময় বঙ্গবন্ধু : সেলিনা হক

স্মৃতিময় বঙ্গবন্ধু : সেলিনা হক

বঙ্গবন্ধু…তুমি আবার জন্ম নিলে,

এই বাংলায় এসো ফিরে,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তুমি
থাকবে শতকোটি মানুষের ভিড়ে।Bangabandhu

তুমি দিয়েছিলে স্বাধীনতার ডাক…
রমনার রেসকোর্স ময়দানে,
সাত কোটি বাংগালি অস্ত্র নিল হাতে
তোমার উদ্বাত্ত আহবানে।

দানবের উন্মত্ত হাতিয়ার,
থামাতে পারেনি তোমার অগ্রপথ।
জাতির এই লজ্জার ইতিহাস,পারেনি রুখতে
বিজয়রথ।

নিঃশেষে প্রাণ করেছ দান,
অবিচল আস্থার,অটল প্রমান।
তোমার আত্মত্যাগে আজ, বাঙলা হয়েছে গরিমায় মহান।

তোমার প্রেরণায় এগিয়ে যাচ্ছে দেশ
হাতে নিয়ে লাল সবুজের পতাকা,
তুমি বাঙালির জাতির পিতা
ললাটে এঁকে দিলে বিজয় টিকা।

তুমি বাংলার অনির্বাণ শিখা,
বিশ্ব মানচিত্রে অবিস্মরণীয় নেতা।

তোমার প্রিয় বত্রিশ আজ কালের সাক্ষী কীর্তিমান। হয়েছে অমর “স্মৃতি জাদুঘর ”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ