বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়সরকারি দরে মিলছে না চামড়া

সরকারি দরে মিলছে না চামড়া

এবারও রাজধানীর পোস্তায় কোরবানির চামড়ার জন্য সরকার নির্ধারিত দর মিলছে না। এমন অভিযোগ বেশির ভাগ মৌসুমি ব্যবসায়ীদের।

ঈদের দিন সকাল ১১টা পর থেকেই কোরবানির পশুর চামড়া আসতে শুরু করে লালবাগের পোস্তায়। কিন্তু সরকার নির্ধারিত দাম দিচ্ছেন না আড়তদাররা। এমন অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। আর না জেনে অতিরিক্ত দামে চামড়া কিনলে লোকসান হবেই বলে পাল্টা বক্তব্য আড়তদারদের।

পোস্তায় গড়ে ৫শ থেকে ৬শ’ টাকার মধ্যে প্রতি পিস গরুর চামড়া কিনছেন আড়তদাররা। ট্যানারি মালিকরা পাওনা পরিশোধ না করায় রয়েছে নগদ অর্থের সংকটও।

কাঁচা চামড়া সংরক্ষণে লবণ দেয়ার কাজ চলছে আড়তগুলোতে। সব মিলিয়ে এবার ৭ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে পোস্তায়। তবে রয়েছে দরপতনের আশঙ্কাও।

আড়তে চামড়া লবণজাত অবস্থায় থাকবে ২০ থেকে ২৫ দিন। এরপর এখান থেকে চামড়া নেবেন ট্যানারি মালিকরা।

আরও পড়ুন

সর্বশেষ