শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়শেষ দিনেও ঈদযাত্রার শিডিউল বিপর্যয়

শেষ দিনেও ঈদযাত্রার শিডিউল বিপর্যয়

শেষ দিনেও ঈদযাত্রার শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। রাজধানীর কমলাপুর থেকে প্রায় প্রতিটি ট্রেনকেই নির্ধারিত সময়ের পরে স্টেশন ছেড়ে যেতে দেখা যায়। এতে ঘরমুখো মানুষ নাভিশ্বাস উঠেছে। কারও কারও তো বাড়ি পৌঁছে ঈদের নামাজ পড়া নিলেও শঙ্কা তৈরি হয়েছে।

আজ ১১ আগস্ট সকাল থেকেই এমন চিত্র চোখে পড়ে কমলাপুর রেলস্টেশনে। এর আগে, গত শুক্রবার টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল চলাচল চলাচল শুরু হলেও পরবর্তীতে শিডিউল বিপর্যয়ে পড়ে ওই রুট ব্যবহার করা সব ট্রেন। গতকাল শনিবার ওই রুটের ট্রেন ১-১২ ঘণ্টা বিলম্বে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ