শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাইপাস চালুর ফলে পটিয়ায় থাকবে না আর কোন যানজট : হুইপ সামশুল...

বাইপাস চালুর ফলে পটিয়ায় থাকবে না আর কোন যানজট : হুইপ সামশুল হক

IMG_20190811_154608পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, বাইপাস চালুর ফলে পটিয়ায় আর কোন যানজট থাকবে না। এ বাইপাস পটিয়াকে আধুনিক রুপ পেতে সহায়ক হবে। পটিয়ার মূল শহরে যানজট থেকে মুক্তি পাবে লোকজন। এ সময় তিনি বলেন, এ বাইপাস সড়ক পটিয়ার নয়। এটি দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের মধ্যে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তাঁর নির্দেশ মতে দুই বছরের মধ্যেই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ঈদ উপলক্ষে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য খুলে দেয়া নির্দেশনার দেয়া হয়। এরই প্রেক্ষিতে সড়কটি খুলে দেয়া হলো।

আজ ১০ আগস্ট সকাল ১১টায় বাইপাসের ইন্দ্রপুল পয়েন্টে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সড়কটি খুলে দেন হুইপ সামশুল হক চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ