শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়জয়পুরহাটে সেপটিক ট্যাঙ্কের গ্যাসে ৬ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটে সেপটিক ট্যাঙ্কের গ্যাসে ৬ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা গেছেন ছয়জন শ্রমিক। বুধবার জেলার আক্কেলপুর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সজল, শিহাব, মুকুল, শাহিন, প্রিতম ও গণেশ  চন্দ্র।  তাঁরা সবাই আক্কেলপুর উপজেলার বাসিন্দা। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একজন শ্রমিক সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন। পরে তাঁর কোনো সাড়া না পেয়ে বাকি পাঁচজন শ্রমিকও তাঁকে উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ওসি আরো জানান, ওই সেপটিক ট্যাঙ্ক থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়। নিহত শ্রমিকদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ