বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদটপপাকিস্তানে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৫

পাকিস্তানে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৫

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী রাওয়ালপিণ্ডিতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাওয়ালপিণ্ডি শহরের একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে। উদ্ধারকর্মীদের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে পাঁচজন বিমান ক্রু ও ১০ জন সাধারণ নাগরিক। শহরের সেনা সদরদপ্তর এলাকায় প্রশিক্ষণ চলাকালীন ছোট ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

বিবিসি জানায়, বিমানটি বিধ্বস্ত হলে বেশ কিছু ঘরবাড়িতে আগুন লেগে যায়। দুর্ঘটনাকবলিত আবাসিক এলাকাটিতে স্থানীয়রা ভিড় জামিয়েছে। সেখানে তাঁদের আর্তচিৎকার শোনা যাছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এএফপির এক প্রতিবেদক জানায়, এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। কাছের একটি ভবনের ছাদে বিধ্বস্ত বিমানটির অবশিষ্টাংশ পড়ে থাকার কথাও জানান তিনি। এর আগে ২০১০ সালে ইসলামাবাদের কাছাকাছি বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লুর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ যাত্রী নিহত হয়। পাকিস্তানের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।

আরও পড়ুন

সর্বশেষ