শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বার্ষিক বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচী সম্পন্ন

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বার্ষিক বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচী সম্পন্ন

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় “শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পৃৃষ্ঠপোষকতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামে আয়োজনে নগরীর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট ইউনিট সমূহের অংশগ্রহণে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচী একই সময়ে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানটি নগরীর চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।received_488526325024061

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মজুরুল হক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুর রশিদ খাঁন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মরিয়ম বেগম। কর্মসূচির সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ-প্রধান মোঃ তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বনায়ন কর্মসূচির আওতায় সবুজায়নের মাধ্যমে সুন্দর চট্টগ্রাম, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ হুমুকি সম্মুখীন হচ্ছে এর অবস্খায় বৃক্ষ রোপণ প্রয়োজন। রেড ক্রিসেন্ট পরিবারকে সাধুবাদ জানান এবং বৃক্ষ রোপণ পরবর্তী পরিচর্যা করার নির্দেশনা প্রদান করে। আজকের প্রজন্ম বৃক্ষ পরিচর্যা করলে বৃক্ষ রোপণ সার্থক হবে।

উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডাঃ শেখ শফিউল আজম।

আরও পড়ুন

সর্বশেষ