বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারি বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ৯ জুলাই পুরোদিন ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অফিসের কর্মকর্তরা জানিয়েছেন। চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ প্রদীপ কান্তি ধর বলেন, ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েকদিন ভারি বর্ষণ হতে পারে।

এদিকে ইতিমধ্যে ভূমিধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরত ৭০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ৮ জুলাই রাত ৯ পর্যন্ত এসব পরিবারের প্রায় ২ হাজার মানুষকে জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। মঙ্গলবারও মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরতদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে।

ভূমিধসের সতর্কতা জারির পর শনিবার ৮টি আশ্রয়কেন্দ্রে চালু করে জেলা প্রশাসন। পাশাপাশি নগরের সরকারি ও বেসরকারি মালিকানাধীন ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরত কয়েক হাজার লোকজনকে সরাতে মাইকিং ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ