সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিমানবন্দর সড়কে তীব্র যানজট

বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, গাড়ির ইঞ্জিন বিকল হওয়া ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ভেঙে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে কাস্টম মোড় থেকে বিমানবন্দর সড়কে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইট মিস হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্লেনের যাত্রীরা। ৯ জুলাই ভোর থেকে যানজটে স্থবির হয়ে পড়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি।সাংবাদিক রাশেদুল হাসান জানান, সকাল সাড়ে ৭টায় হালিশহর থেকে বের হয়েছি সোয়া ১০টার ফ্লাইট ধরার জন্য। অথচ দুই ঘণ্টা সিমেন্ট ক্রসিংয়ে আটকে আছি। শিডিউল টাইমে ফ্লাইট ছাড়লে নিশ্চিত মিস করবো।

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানার মালিক জিন্নাহ চৌধুরী বলেন, গতকাল নগরজুড়ে জলাবদ্ধতা ছিল। তাই সাত সকালেই ছুটলাম কারখানায়। কিন্তু যানজটেই ২ ঘণ্টা আটকে থাকতে হলো। এরপর সড়কে গাড়ি রেখেই হেঁটেই অফিসে আসতে হলো। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, সিএমপি পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন

সর্বশেষ