বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদটপগ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের হরতাল চলছে

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের হরতাল চলছে

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার রাজধানীসহ সারাদেশে বাম গণতান্ত্রিক জোট ডাকা আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল চলছে। হরতালের সমর্থনে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বেশকিছু এলাকায় মিছিল ও পিকেটিং হয়েছে। এর মধ্যে পল্টনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। পল্টন থেকে মিছিলটি বাহাদুর শাহ পার্কের দিকে গেছে। এসময় পুলিশ জলকামান ও প্রিজন ভ্যান নিয়ে পল্টন মোড়ে অবস্থান নেয়। বাম নেতারা জানান, হরতালের সমর্থনে আয়োজিত মিছিলে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ হামলা চালিয়েছে। সেইসঙ্গে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তারা।

উল্লেখ্য, এদিকে হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, গণফোরাম, নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ, গণতান্ত্রিক বাম ঐক্য এবং ক্ষেতমজুর সমিতি।

আরও পড়ুন

সর্বশেষ