বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদফিচারঅপেক্ষা... তোমার জন্য : সেলিনা হক

অপেক্ষা… তোমার জন্য : সেলিনা হক

তোমার জন্য এত দীর্ঘ প্রতিক্ষার—

প্রহর গুনতে হবে,
কখনো ভাবিনি।
তুমি ছিলে সাত সমুদ্র তেরো নদীর ওপারে,
শান্ত সবুজ দ্বীপদেশে।
প্রযুক্তির আতিথেয়তায়,
প্রতিদিন তোমার সাথে কথা হত,
তোমার মায়াভরা মুখ দেখতে পেতাম।
কিন্তু তোমাকে স্পর্শ করতে পারতাম না।
তবুও সান্ত্বনা ছিল,তুমি ভাল আছো।
তোমার জন্য অপেক্ষায় আছে
পরিপাটি ঘর,ঝুল বারান্দা, লতানো গাছের
ছায়াশীতল প্রশান্তি,তোমার প্রিয় পাখি,
স্বজন,বন্ধু,প্রতিবেশী, আরো কতজন।IMG_20190703_193040

তুমি যে আমার বুকের মানিক,নাড়িছেঁড়া ধন,
তোমাকে আমি একটু একটু করে লালিত করেছি
যেন ছোট্টটি চারা গাছ —
মাত্র চব্বিশটি বসন্ত পার করেছো,
সবুজ ডালপালায় সুশোভিত হচ্ছ।
তোমার তারুণ্য আমার কাছ থেকে
তোমাকে নিয়ে গিয়েছিল অনেক দূরে,
আমি দেখেছি তোমার মাঝে,
আমার স্বপ্নের অদূর ভবিষ্যৎ,
কিন্তু কে জানতো রংধনু র সেই ঝরনা ধারা,
তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে অনেক দূরে……
যেখান থেকে কেউ কোনদিন আর ফিরে আসেনা।

( সকল না,ফেরা মানুষদের জন্য উৎসর্গ)

আরও পড়ুন

সর্বশেষ