শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়মসজিদ, আইসিইউ, সম্মেলন কক্ষে বাজবে না মোবাইল

মসজিদ, আইসিইউ, সম্মেলন কক্ষে বাজবে না মোবাইল

কিছু জায়গা আছে যেখানে মোবাইল ফোনের রিংটোন যত শ্রুতিমধুরই হোক না কেন বেসুরো ঠেকে। এর প্রতিকারে সাইলেন্ট মোড থাকলেও তাড়াহুড়োয় অনেকেই বিষয়টি ভুলে যায়। ফলে অসময়ে বেজে ওঠে মোবাইল। এতে অন্যের মনোযোগ, একাগ্রতা নষ্ট হয়, ব্যবহারকারীকেও লজ্জায় ফেলে দেয়। মসজিদ, সরকারি বেসরকারি হাসপাতালের আইসিইউ-সিসিইউ, জরুরি সভা চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষ ইত্যাদিতে অবস্থানকালে এ ঘটনা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করে। এ সমস্যা থেকে মুক্তি দেবে মোবাইল নেটওয়ার্ক জ্যামার।

নতুন প্রযুক্তির ছোট্ট এ যন্ত্রটি চীন থেকে আমদানি করে বাংলাদেশে বাজারজাত করছে ভারবেল নামের একটি প্রতিষ্ঠান। ৮ হাজার টাকা দামের মোবাইল নেটওয়ার্ক জ্যামারটি লাগিয়ে দিলে দেড় হাজার বর্গফুট এলাকার মধ্যে থ্রিজিসহ সব ধরনের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।

নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের জানে আলম মার্কেটের (১১৩ শেখ মুজিব সড়ক) ভারবেল কার্যালয়ে বসে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের।

বেশ সাড়া পাচ্ছেন উল্লেখ করে  তিনি বলেন, ‘ইতোমধ্যে নগরীর মেহেদিবাগের সিডিএ জামে মসজিদ, ছোট পুল পুলিশ লাইন জামে মসজিদ, হালিশহর আই ব্লক ৯ নম্বর লেন মসজিদ, দেওয়ানহাট ফায়ার সার্ভিস মসজিদ, দেওয়ানহাট হাসান আলী মসজিদসহ অনেক মসজিদেই মোবাইল নেটওয়ার্ক জ্যামার বসিয়েছি আমরা। এ ছাড়া অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের সম্মেলন কক্ষ এবং হাসপাতাল-ক্লিনিকের আইসিইউ ও সিসিইউতে জ্যামারটি বসানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।’

জ্যামারটির অপব্যবহারের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। মসজিদ, সম্মেলন কক্ষ, আইসিইউ-সিসিইউ ছাড়া অন্য কোথাও বসানোর জন্য দিচ্ছি না।’

এম এ কাদের জানান, ভারবেল শুধু মোবাইল নেটওয়ার্ক জ্যামারই নয়, অত্যাধুনিক ভিডিও ডোরবেল, অ্যালার্ম লক, স্পাই পেনসহ অনেক নতুন পণ্যই বাজারে এনেছে। সাড়ে ৭ হাজার টাকা দামের ভিডিও ডোরবেলটি খুলশীসহ নগরীর অভিজাত এলাকার বাসাবাড়িতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিওচিত্র ধারণের পাশাপাশি ছোট্ট যন্ত্রটি মেমোরি কার্ড ছাড়াই সর্বশেষ ২০০ মানুষের ছবি ধারণ করতে পারবে।

আরও পড়ুন

সর্বশেষ