শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদআরো খবর...... ৪২০ হজযাত্রী বিপাকে

৪২০ হজযাত্রী বিপাকে

যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি এয়ারলাইন্সের বোয়িং-৭২৭ বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রী নিয়ে উড্ডয়ন করতে পারছে না। ফলে বিপাকে পড়েছেন ৪২০ জন হাজযাত্রী। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমানটির সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি এহতেশামুল হক বলেন, ‘শনিবার বিকেল ৫টার দিকে সৌদি এয়ারলাইন্সের বোয়িং-৭২৭ বিমানটি বিমানবন্দরে ল্যান্ড করার সময় রানওয়ের সঙ্গে চাকার ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। অবশ্য আগুন ধরার আগেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের যাত্রীবাহি বিমান উড্ডয়ন ও ল্যান্ড করা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে ত্রুটিপূর্ণ বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়ার পর বিমানবন্দর স্বাভাবিক হয়।’
তিনি জানান, এ ঘটনার জন্য সৌদি যাওয়ার জন্য অপেক্ষামান ৪২০ হজযাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল রোববার বিমানটি ঠিক হয়ে গেলে ওই বিমানে অথবা বিকল্প কোনো বিমানে তাদের সৌদি নিয়ে যাওয়া হতে পারে।
আরও পড়ুন

সর্বশেষ