শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের কালচারাল টিমকে সংবর্ধনা দিয়েছে রেড ক্রিসেন্ট

কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়ের কালচারাল টিমকে সংবর্ধনা দিয়েছে রেড ক্রিসেন্ট

BDRCS PICTURE 27-06-2019বাংলাদেশ সফররত দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয় (Hanseo University, South Korea) এর ২৮ সদস্য বিশিষ্ট একটি কালচারাল টিমকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই টিমে হানসিও বিশ্ববিদ্যালয়ের “মিউজিক এন্ড কেবিন ক্রু” বিভাগের ৪ জন শিক্ষক ও ২৪ জন ছাত্র রয়েছেন। টিমের সদস্যরা কোরিয়ান পপ মিউজিক কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসেন। আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এর আমন্ত্রনে তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর পরিদর্শন করেন। এসময় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক এস এম আহাম্মদ বলেন, কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয় ২০১৪ সাল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবকদের স্কলারশিপ দিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২ জন অধ্যায়নরত রয়েছে। এবছর আরও একজনকে পাঠানো হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ ট্রেনিং রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান এবং সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রেহানা আশিকুর রহমান, শেখ রইসুল আলম ময়না, রবীন্দ্র মোহন সাহা, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু ও সোসাইটির উপমহাসচিব মো: রফিকুল ইসলামসহ স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের দায়িত্বরত পরিচালক এস এম আহাম্মদ। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোসাইটির যুব সদস্যরা এতে অংশ নেয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয়, কোরিয়ান রেড ক্রস সোসাইটি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাঝে সম্পর্কের সেতু বন্ধন রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে হানসিও বিশ্ববিদ্যালয়। তাদের এই অবদানের কথা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চিরদিন মনে রাখবে। কালচারাল টিমের প্রধান হানসিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসার YUN বলেন, হানসিও বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও দেশের জনগনের কাছে কৃতজ্ঞ থাকবে। পাশাপাশি, শিক্ষা ক্ষেত্রে সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে হানসিও বিশ্ববিদ্যালয়। সংবর্ধনার আয়োজন করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সকলকে ধন্যবাদও জানান দলনেতা। উল্লেখ্য, গত ২৩ ফেব্রæয়ারি ২০১৮ তারিখে, দক্ষিণ কোরিয়ার হানসিও বিশ্ববিদ্যালয় (Hanseo University, South Korea) মানবিক কর্মকান্ডে অবদান রাখায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী (পিএইচডি) প্রদান করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হ্যাম কি সান (Ham ki Sun) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রীর সার্টিফিকেট তুলে দেন।

আরও পড়ুন

সর্বশেষ