বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদটপগুজরাটে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু

গুজরাটে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু

ভারতের গুজরাটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বায়ু কাল সকালে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে সুরাট ও কুচ উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টি পরবর্তী ২৪ ঘণ্টায় আরো শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে, উপকূলীয় এলাকা থেকে এরই মধ্যে তিন লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণাঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, সেনা, নৌ ও কোস্টগার্ড সদস্যদের সতর্ক রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ