শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়ঘুষ লেনদেনকারী উভয়কেই শাস্তি পেতে হবে

ঘুষ লেনদেনকারী উভয়কেই শাস্তি পেতে হবে

ঘুষ দেয়া এবং নেয়া দুটোই অপরাধ, এজন্য উভয়কেই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুদককে শক্তিশালী করা ও জনসচেতনতা বাড়াতে সচেষ্ট সরকার। দুদক তার কর্মকৌশলের মাধ্যমে দুর্নীতি কমাতে তৎপর। জনগণও সচেতন হচ্ছে। এসবের ফলে আগের তুলনায় দুর্নীতির প্রবণতা কমছে। দুদকের কর্মকর্তাদের নানান প্রশিক্ষণের মাধ্যমে কমিশনের কার্যক্ষমতা বাড়ানো হচ্ছে। দুদক যথেষ্ট বলে দুর্নীতি দমনে আলাদা সংস্থা গঠনের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতি হলে টাউট বাটপাররাও মাথাচাড়া দেয়। শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হবে না, দরকার সামাজিক সচেতনতা। তাতে করে অন্যায় প্রশ্রয় পাবে না। অন্যায় যেই করুক, আওয়ামী লীগের হলেও পার পাবে না।

আরও পড়ুন

সর্বশেষ