শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইউএসটিসির নতুন উপাচার্য জাহাঙ্গীর আলম

ইউএসটিসির নতুন উপাচার্য জাহাঙ্গীর আলম

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-সচিব জিন্নাত রেহানা চিঠি দিয়ে ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়, চার বছরের জন্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালের অক্টোবরে ইউএসটিসির উপাচার্য পদে যোগ দিয়েছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রায় ৮-৯ মাস আগে তার মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আবছার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, চুয়েট থেকে ছুটি পাওয়ার পরই ইউএসটিসির উপাচার্য পদে যোগ দেবেন।
আরও পড়ুন

সর্বশেষ