মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদটপভাড়া বেশি আদায় হয়েছে জানি, ব্যবস্থা নিচ্ছি : সেতু মন্ত্রী

ভাড়া বেশি আদায় হয়েছে জানি, ব্যবস্থা নিচ্ছি : সেতু মন্ত্রী

kader minঈদযাত্রায় পরিবহনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ভাড়া বেশি আদায় হয়েছে, সেটা আমরা জানি। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন আইন সংসদে পাশ হওয়ার পরেও তা কার্যকর হয়নি, এমন অভিযোগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, আপনারা দেখেছেন তারা (পরিবহন শ্রমিক) কী পরিমাণ আন্দোলন করেছিল, জনগণকে জিম্মি করেছিল। তারা কিছু দাবি পেশ করেছে, আমরা সেগুলো সমন্বয় করার চেষ্টা করছি। এদিকে উবার ও পাঠাওসহ রাইড শেয়ারিং সার্ভিসের ২০টি সেবাকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেমকে গ্রেপ্তারের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ হোক কাল হোক তাঁকে ধরা পড়তেই হবে। আইনশৃঙ্খলাবাহিনী তাঁকে খুঁজতে তৎপর। সে পালিয়ে থাকতে পারবে না।

বর্তমান সংসদ অবৈধ হলে বিএনপির এমপিরা শপথ নিতেন না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্ববিরোধীতার কারণে বিএনপি সফল হচ্ছে না, হবেও না। বিএনপির মহাসচিব শপথ নেননি অথচ জেলা সভাপতিকে উপনির্বাচনে মনোনয়ন দিয়েছেন। এখন আবার তাঁরা আন্দোলনের কথা বলছেন।

বিএনপির নেতারা নিজ নিজ এলাকায় যেতে পারছেন না এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমার এলাকার নেতা (মওদুদ আহমেদ) এলাকায় গিয়ে নেতাকর্মীদের নিয়ে গোসল করেছেন। ওই ছবি ভাইরাল হয়েছে। যদি এলাকায় যেতে না পারতেন, তাহলে তিনি গোসল করলেন কিভাবে? উনিই সবচেয়ে বেশি অভিযোগ করছেন।

আরও পড়ুন

সর্বশেষ