শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৬টি ইউনিয়নের ৪০ হাজার মানুষকে ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দিলেন কেডিএস...

৬টি ইউনিয়নের ৪০ হাজার মানুষকে ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দিলেন কেডিএস গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্প ও রপ্তানিকারক প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের উদ্যোগে পটিয়ার ৬টি ইউনিয়নের ৪০ হাজার মানুষকে ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

২ জুন সকালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের পটিয়ার সাঈদাইর গ্রামের বাড়িতে এসব ঈদবস্ত্র প্রদান করা হয়।KDS-bg20190602160451

এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার জিরি, কুসুমপুরা, বড়লিয়া, আশিয়া, কাশিয়াইশ ও জঙ্গলখাইন ইউনিয়নের ৪০ হাজার মানুষের প্রতিজনকে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি প্রদান করা হয়।

ঈদবস্ত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, ইউপি মেম্বার আবুল হাসেম, যুবকন্ঠ পটিয়ার সভাপতি ইদ্রিস চৌধুরী অপু প্রমুখ।

খলিলুর রহমান বলেন, যাকাত করুণা নয়। এটি গরীবের প্রাপ্য ও অধিকার। বিত্তশালীরা যদি দারিদ্র বিমোচনের লক্ষ্যে যাকাত প্রদানে এগিয়ে আসে, তাহলে দেশে কোন গরীব থাকবে না।

আরও পড়ুন

সর্বশেষ