শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ বিমানের জরুরী অবতরণ

বাংলাদেশ বিমানের জরুরী অবতরণ

পাখির আঘাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জানান, সকাল আটটায় চট্টগ্রাম হয়ে উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি। কিছুক্ষণ পরই একটি আঘাতের শব্দ পায় ক্রুরা। পরে টাওয়ারকে অবহিত করেন তারা। পাইলট উড়োজাহাজটিকে ঘুরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেন। দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার সফলভাবে অবতরণ করান তিনি।

বিমানটিতে ৭০ জন যাত্রী ছিলেন। এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরীক্ষার পর আবারো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি।

আরও পড়ুন

সর্বশেষ