শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদখেলার সময়টাইগারদের রেকর্ডের পর রেকর্ড

টাইগারদের রেকর্ডের পর রেকর্ড

রেকর্ডের পর রেকর্ড! বিশ্বকাপে অবিস্মরণীয় সূচনার দিনে যেমন বাংলাদেশের হয়েছে বেশ কয়েকটি রেকর্ড, তেমনি দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের দিনটি, নথি বইয়ে টুকে রাখার মতো।

ওভালে বাঘের থাবা। ছিন্নভিন্ন প্রটিয়া। বিজয়ের দিনে টাইগারদে জয় কী সাটামাটা হয়? তাই তো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে শুধুই হারায়নি। রেকর্ড বইয়ে লিখে রাখল অনেক নতুনের গল্প।

তামিম সৌম্যরে বিদায়ের পর, দলের হাল ধরেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। মুশির ব্যাট থেকে এসেছে ৭৮ আর সাকিবের ৭৫ রান। দুজনের যুগলবন্ধী ১৪২ রানের। যেটা বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ জুটি।

প্রটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ করেছে ৩৩০। যেটা টাইগারদের বিশ্বকাপ ইতিহাসেই সর্বোচ্চই নয় ওয়ানডে ইতিহাসেও সবচেয়ে বেশি।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই অপেক্ষা ছিল এক উইকেটের। লক্ষ্য ছুয়েছেন মার্করামকে ফিরিয়ে। তাতেই ওডিআইতে দ্রুততম ৫ হাজার রানের সাথে ২৫০ উইকেট শিকারীর চূড়ায় উঠে গেল সাকিব।

৭৫ নম্বার জার্সির মালিক সাকিব শুধু আজ ৭৫ রানই করেননি। ওর আজকের ফিফটিটাও তিন ফরম্যাট মিলিয়ে ৭৫ নম্বর। টেস্ট-ওডিআই ও টি-২০ মিলিয়ে সাকিব পৌঁছে গেছেন ১১ হাজারের ক্লাবে।

আরও পড়ুন

সর্বশেষ