বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদটপবৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। ০২ মে বেলা ১১টার দিকে এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক (সদরঘাট) দিনেশ কুমার সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দর সমূহে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সে কারণে কোনও প্রকার দুর্ঘটনা এড়াতে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে সকাল থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সদরঘাটে পৌঁছায়। কারণ ঈদের সময় নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছেড়ে দেয়। আবার অতিরিক্ত যাত্রী চাপে লঞ্চে জায়গা পেতেও কষ্ট হয়। বৈরী আবহাওয়ার কারণে সদরঘাটে আটকে পড়া যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দুই পাড়ে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

আরও পড়ুন

সর্বশেষ