শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদটপভারতে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন

ভারতে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজনাথ সিং বলে এনডিটিভি জানায়।

গত মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা অরুণ জেটলির বদলে এবার পদটি নিশ্চিত করলেন এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকারী নির্মলা সীতারামণ। এর মধ্য দিয়ে দেশটিতে এই প্রথম কোনো নারীকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব সুব্রামনিয়াম জয়শঙ্কর। আর সড়ক পরিবহণ মন্ত্রী হিসেবে বহাল থাকছেন নিতিন গড়কড়ি। কংগ্রেসের দুর্গখ্যাত আমেথিতে জয় পাওয়া স্মৃতি ইরানিকে দেয়া হয়েছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রকাশ কাভাদেকার।

এদিকে, শুক্রবার সকালে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে বিমসটেকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

আরও পড়ুন

সর্বশেষ