শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়তিস্তা সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগণ

তিস্তা সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগণ

তিস্তা নদীর পানি বন্টন সমস্যা সমাধানের জন্য অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একথা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শুক্রবার দিল্লীর হায়দ্রাবাদ হাউজে মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এসময় ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বলেন, তিনি আশা করেন শিগগিরই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।

শপথ অনুষ্ঠানে যোগ দেয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদি বলেছেন, দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হয়ে যাবে। সেজন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে।

এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান নরেন্দ্র মোদি। টানা দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি যান রাষ্ট্রপতি হামিদ।

আরও পড়ুন

সর্বশেষ