সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়রেলযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়

রেলযাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়

বড় ধরণের শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হলো আগাম টিকিটের রেলযাত্রার প্রথম দিন। শুক্রবার সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন ছেড়েছে এক-থেকে দুই ঘন্টা দেরীতে।

অলিখিতভাবে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় সকাল থেকেই যাত্রীরা ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারনে কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

রাজশাহীগামী ধুমকেতু ভোর ৬টায় ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় থাকলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত কমলাপুর ছেড়ে যায়নি। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় নির্ধারিত সময় থাকলেও সকাল ৯টা ৪০ মিনিটে ছাড়বে বলে সম্ভাব্য সময় দেয়া হয়েছে। চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলে কমলাপুর ছেড়ে যায় সকাল সোয়া ৮টায়। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ছেড়ে যায় সাড়ে ৭টায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছাড়ার নির্ধারিত সময় থাকলেও দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে যাবে বলে সম্ভাব্য সময় দেয়া হয়েছে।

এদিকে, রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারেও রয়েছে ঘরে ফেরা মানুষের ভিড়।

নিয়মিত যাত্রার পাশাপাশি ঈদ উদযাপনে পরিজন নিয়ে বাড়ি ফেরার কারণে গাবতলী বাসটার্মিনালে যাত্রীদের চাপ বেড়েছে। ছিনতাই ও মলমপার্টিসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন

সর্বশেষ