শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদটপদ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেব শপথ নিলেন নরেন্দ্র মোদী

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেব শপথ নিলেন নরেন্দ্র মোদী

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেব শপথ নিলেন নরেন্দ্র মোদী। ৩০ মে সন্ধ্যা ৭টার পরপরই দেশ-বিদেশের আট হাজার অতিথির সামনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।

রাষ্ট্রপতি ভবনে জাকজমক অনুষ্ঠানে মোদীকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

মোদীর পর শপথ নেন বিজেপি সভাপতি অমিত শাহ। দলের নিরঙ্কুশ জয়ে অবদান রাখা এ নেতা গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের যেকোনো একটির দায়িত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

তবে, শপথ অনুষ্ঠানে যোগ দেননি গত মন্ত্রিসভার দুই প্রভাবশালী সদস্য অরুণ জেটলি ও সুষমা স্বরাজ। এছাড়া, অনুপস্থিত ছিলেন রাজ্যবর্ধন রাঠোর, জয়ন্ত সিনহা, জে পি নাড্ডা, অনন্ত হেগড়ের মতো নেতারাও।

বিরোধী দলের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বিশিষ্ট ব্যবসায়ী, চলচ্চিত্র তারকা, মুখ্যমন্ত্রী ছাড়াও শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিমসটেকের সদস্য দেশগুলোর নেতারা।

বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, মিয়ানমারের রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ