শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে দ্বিতীয় গোমতী সেতু ও মুন্সিগঞ্জের গজারিয়ায় দ্বিতীয় মেঘনা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি সেতুর উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সবগুলো সড়ক, নৌ ও রেলপথ সচল করে দেয়ার চেষ্টা করছে সরকার। বিভিন্ন সড়কে নির্মাণ কাজ চলছে উল্লেখ করে আরও সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাময়িক ভোগান্তি সহ্য করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

দেশের মানুষের সহযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্রতা দূর করা ও মানুষের জীবন মান উন্নয়ন করা লক্ষ নিয়ে কাজ করছে সরকার। সকলের সহযোগীতায় বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে সেতু দুটি নির্মাণে প্রায় সোয়া তিন বছর সময় লাগে। ফোর-লেনের সেতু দুটি চালুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্নে হবে বলে আশা করছে সড়ক বিভাগ। ঈদের আগে সেতু দুটি খুলে দেয়ার কারণে আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

আরও পড়ুন

সর্বশেষ