শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহঠাৎ বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরীর নিম্নাঞ্চল

হঠাৎ বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরীর নিম্নাঞ্চল

হঠাৎ বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরীর নিম্নাঞ্চল। ফলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানিতে সয়লাব হয়েছে।

২৪ মে সন্ধ্যা থেকে চট্টগ্রামে মাঝারি আকারের বর্ষণ শুরু হয়। এরপর থেকে টানা কয়েকঘণ্টা বৃষ্টি চলতে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে নগরের দু’ নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, খাতুনগঞ্জ, আগ্রাবাদের সিডিএ আবাসিকসহ বিভিন্ন এলাকা ডুবে যায়। সেই সাথে খানাখন্দে ভরা রাস্তায় ব্যাহত হচ্ছে যানচলাচল।

এদিকে বৃষ্টির কারণে নগরের অধিকাংশ রুটে গণপরিবহন শূন্য হয়ে যায়। ফলে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েন।

এ সময় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও গণপরিবহন না পেয়ে অনেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি। অন্যদিকে বৃষ্টিকে কাজে লাগিয়ে রিকশাচালকরা কয়েকগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ