শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়লঞ্চ, ট্রেন ও বাস স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : ডিএমপি...

লঞ্চ, ট্রেন ও বাস স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : ডিএমপি কমিশনার

ঈদযাত্রা হয়রানিমুক্ত করতে লঞ্চ, ট্রেন ও বাস স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি আরও বলেন, স্টেশনে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ সামনে রেখে এখনও বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। তবে তার অর্থ এই নয় যে, ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির সদস্যদের কোনো অস্তিত্ব নেই। তারা আছে। তবে পুলিশ তাদের দৌঁড়ের ওপর রেখেছে।

তিনি আরও বলেন, ‘দুই মাস আগে থেকে গোয়েন্দা পুলিশ ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির সদস্যদের গতিপথ অনুসরণ করছে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আর এই অভিযান এখনও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ