শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপকেরানীগঞ্জে আদালত স্থানান্তর সংবিধান পরিপন্থী : মওদুদ

কেরানীগঞ্জে আদালত স্থানান্তর সংবিধান পরিপন্থী : মওদুদ

সরকারের কূটকৌশলের কারণে খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। কেরানীগঞ্জে আদালত স্থানান্তর সংবিধান পরিপন্থী উল্লেখ করে তিনি জানান, সুপ্রিম কোর্টে এর বৈধতা চ্যালেঞ্জ করবে বিএনপি। মঙ্গলবার, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, কেরানীগঞ্জের মতো একটি জায়গায় কিভাবে আদালত স্থানান্তর করা হয়। যেখানে কোনো সুযোগ সুবিধা নেই। ন্যায় বিচার পাওয়ার মতো আদালতের যে পরিবেশ থাকা প্রয়োজন তা কেরানীগঞ্জের আদালতে নেই। কেরাণীগঞ্জে আদালত স্থাপনের বৈধতা নিয়ে আমরা চ্যালেঞ্জ করব। এ প্রক্রিয়া চলমান থাকবে। এদিকে, কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন মামলার বিচারকাজের বৈধতা জানতে চেয়ে আইন সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন

সর্বশেষ