সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তলিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের ঘোষিত সাড়ে ১০ শতাংশ লভ্যাংশের অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ঘোষিত লভ্যাংশের পুরোটাই বোনাস। সোমবার ব্যাংকটির ২০তম বর্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। ৩১ ডিসেম্বর ২০১৮, সমাপ্ত হিসাববছরে ব্যাংকটির কনসলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৪ পয়সা।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যান্যদের মধ্যে, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, এসভিপি ও কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস ও শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ