শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঅবৈধভাবে মালয়েশিয়াগামী ৮৪ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

অবৈধভাবে মালয়েশিয়াগামী ৮৪ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের পেকুয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে একই রাতে ৮৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পাঁচ দালালকেও আটক করা হয়েছে। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ভূঁইয়া জানান, দালালের সহায়তায় একদল রোহিঙ্গা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে উজানটিয়া জেটিঘাট এলাকা অভিযান চালানো হলে সেখান থেকে ৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা বোট নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়। ওসি জানান, উদ্ধার করা রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই উখিয়ার কুতুপালং ক্যাম্পের বলে জানিয়েছে।

অন্যদিকে কোস্ট গার্ড জানায়, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন এলাকা থেকে ১৭ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ দালালকেও আটক করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ