সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল আজ নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন, দূতাবাস প্রতিনিধি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি অন্যমাত্রা এনে দিয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মাহফিলে নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, এড ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল,আলতাফ হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, এম এ রশিদ,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, কোষাধ্যক্ষ সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ অামন্ত্রিত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পাঠ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ