শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদখেলার সময়ত্রিদেশীয় সিরিজে শিরোপা টাইগারদের

ত্রিদেশীয় সিরিজে শিরোপা টাইগারদের

১০ বছরে ছয়বার স্বপ্ন ভঙ্গের পর আয়ারল্যান্ডের ডাবলিনে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শিরোপা আকাশে তুলে ধরলেন বাংলাদেশের টাইগাররা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ১৫২ রান করলেও বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে মাত্র ২৪ ওভারে ছিলো ২১০ রানের কঠিন টার্গেট।2019051805424815cdf46f8ca730

কখনো শিরাপা না জিতলেও বুকে মনোবল আর দৃঢ় প্রত্যয় নিয়ে ব্যাট করতে নামে টাইগাররা। সৌম্য সরকারের ঝড়ো শুরু শেষ হয় মোসাদ্দেক হোসেনের টর্নেডো দিয়ে।

ইনজুরির কারণে এ খেলায় ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বলা যায় তার বদলে সুযোগ পেয়েছিলেন মোসাদ্দেক। আর তিনিই শেষ পর্যন্ত হয়ে গেলেন টাইগারদের প্রথম শিরোপা জয়ের নায়ক।

এর আগে ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজ, ২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপ এবং ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজ, নিদাহাস ট্রফি ও এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি টাইগারদের।

আরও পড়ুন

সর্বশেষ