মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদটপপাকিস্তান মুসলিম লীগের শীর্ষ পদে মরিয়ম নওয়াজের নিয়োগ অবৈধ

পাকিস্তান মুসলিম লীগের শীর্ষ পদে মরিয়ম নওয়াজের নিয়োগ অবৈধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে অবৈধভাবে দলটির ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে বলে অভিযোগ করছে সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচারবিষয়ক বিশেষ সহকারী ডা. ফেরদৌস আসিক বলেছেন, মরিয়মকে ভাইস প্রেসিডেন্ট করার মধ্য দিয়ে দলটির স্বৈরতান্ত্রিক মনোভাব স্পষ্ট হয়ে গেছে। খবর দ্য ডনের।

সোমবার দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফেরদৌস আসিক আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার তোয়াক্কা না করে একজন সাজাপ্রাপ্ত আসামিকে দলের শীর্ষ পদে নিয়োগ দিয়ে মুসলিম লীগ দেশের আইনকে অমান্য করেছে।

একই সঙ্গে দলটিতে গণতন্ত্রের চর্চা নেই বলেও অভিযোগ করে সরকার। দলের শীর্ষ পদগুলো নেতাকর্মীদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই নিজেদের সম্পদ মনে করে পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হয় বলেও পিএমএল-এনের বিরুদ্ধে অভিযোগ করেন প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রাচরবিষয়ক বিশেষ সহকারী।

আরও পড়ুন

সর্বশেষ