রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়ফণীর বিপদ কেটে গেছে :দুর্যোগ প্রতিমন্ত্রী

ফণীর বিপদ কেটে গেছে :দুর্যোগ প্রতিমন্ত্রী

ঘুর্ণিঝড় ফণীর শংকা কাটিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে, বিপদও কেটে গেছে। ঝড়ের আগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা উঠেছিলেন, শনিবার বিকেল থেকে তারা ঘরে ফিরতে পারবেন বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। শনিবার দুপুরে, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় জনগনকে সচেতন করতে এবং জনগনের দুর্ভোগ কমাতে মিডিয়া কাজ করেছে উল্লেখ করে গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ২৪ তারিখ থেকেই আমরা তথ্য সংগ্রহ করা শুরু করেছি। ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এমন পূর্বাভাস দেয়া হয়েছিল, ক্ষতির পরিমান খুবই কম হবে এমন ধারনা ছিল, আর আমাদের পূর্বাভাসও সঠিক ছিল। আমরা আশা করেছিলাম একটি লোকও ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যারা মারা গেছে তারা আশ্রয় কেন্দ্রে যায় নি।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন ঘটনায় পূর্বাভাস দেয়া এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিবেন। তিনি আরও জানান, ফণীতে ক্ষতি নিরুপনে বিমান বাহিনী তৈরি আছে। ক্ষতি হওয়া বাড়িগুলোতে পর্যাপ্ত টিল সরবরাহ করা হবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

ঝড়ে বরগুনা, ভোলা ও নোয়াখালীতে মোট চারজনের মৃত্যু এবং বিভিন্ন জেলায় ৬৩ জন আহত হওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ