শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক প্রত্যাহার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক প্রত্যাহার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএম মোসাদ্দিক আহমেদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিমানের ফ্লাইট অপারেশন্সের পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে।

মঙ্গলবার রাতে, বিমানের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ এম মোসাদ্দিক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০শে মে। তার একমাস আগেই তাকে প্রত্যাহার করা হলো।

এ পর্যন্ত টানা তিন বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে চুক্তিভিত্তিক ছিলেন তিনি। ১৯৮৩ সালে বিমানের সহকারী ম্যানেজার পদে কাজ শুরু করেন মোসাদ্দিক আহমেদ। এদিকে, বিমানের নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ