বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্র্যাক ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা

ব্র্যাক ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা

BRAC BANK AGMব্র্যাক ব্যাংক লিমিটেড-এর শেয়ারহোল্ডারবৃন্দ ২০১৮ সালের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। ৩০ এপ্রিল ২০১৯ সাভারে ব্র্যাক-সিডিএম-এ অনুষ্ঠিত ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ  শিব নারায়ন কৈরী, নিহাদ কবির, কায়সার কবির, ফাহিমা চৌধুরী, আসিফ সালেহ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং কোম্পানী সেক্রেটারী রেইস উদ্দীন আহ্মাদ।

বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৮ সালে ব্র্যাক ব্যাংকের সমন্বিত (কনসলিডেটেড ভিত্তিতে) কর পরবর্তী নিট মুনাফা ৫,৪৯৮ মিলিয়ন টাকা থেকে বেড়ে ৫,৬৭০ মিলিয়ন টাকায় উন্নিত হয়েছে, যা ২০১৭ সালের চেয়ে ৩.১ শতাংশ বেশি।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান, কোম্পানীর প্রতি ধারাবাহিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য সকল শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন

সর্বশেষ