
চট্টগ্রামের হাটহাজারীতে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এক কলেজের অধ্যক্ষকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পরীক্ষার্থী মেয়ের জন্য প্রশ্ন ফাঁস করার সময় হাতেনাতে ধরা পড়েছেন তিনি। তার বিরুদ্ধে এর আগেও প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না জানান, বৃহস্পতিবার সকালে গণিত (প্রথম পত্র) পরীক্ষা শুরুর কিছু সময় আগে ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ ও ওই কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইদ্রিস মোবাইল ফোনে তার পরীক্ষার্থী মেয়েকে প্রশ্ন জানিয়ে দিচ্ছিলেন। ইসরাত জাহান জানান, এ সময় তাকে হাতেনাতে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এর আগেও তিনি তার পরীক্ষার্থী মেয়ের জন্য প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে অভিযোগ রয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লিয়াকত জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।