শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদটপশ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

শ্রীলঙ্কায় বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ২১ এপ্রিল প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রীলঙ্কায় বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।

রাষ্ট্রপতি এসময় শ্রীলঙ্কা সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সব শেষ খবর অনুযায়ী, শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন  ৪৫০ জনের বেশি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

আরও পড়ুন

সর্বশেষ