বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবেতাগী আস্তানা শরীফে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি,সার্ক হিউম্যান...

বেতাগী আস্তানা শরীফে লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি,সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন -ইউএসটিসির চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্টিত

IMG-20190417-WA0076দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব সৈয়দুল আজম আল্লামা হাফেজ হাকিম মুহাম্মদ  বজলুর রহমান রহমাতুল্লাহির ইছালে ছাওয়াব মাহফিল,বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আন্জুমানে রহমানিয়ার ৩২ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্থায়ী প্রকল্প লায়ন্স হযরত শাহ জিল্লুর রহমান(রহঃ) আই সেন্টার,বেতাগী আন্জুমানে রহমানিয়ার আয়োজনে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন – চট্টগ্রাম ইউএসটিসি ব্রাঞ্চ, ডি.আর.আর.এ ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ১৬ এপ্রিল, ২০১৯ মঙ্গলবার সকাল ৯:৩০ হতে বেলা ৩টা পর্যন্ত বিশেষঞ্জ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা(শিশু,গাইনি,চর্ম,ও মেডিসিন),বিনামূল্যে চক্ষু শিবির ,ফ্রি ফিজিওথেরাপী চিকিৎসা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্ভোধন ঘোষনা করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা হোসাইন মোল্লা, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আইয়ুব , শাহজাদা আহমদ উল্লাহ জিয়াউর রহমান,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, আনজুমানের সাধারণ সম্পাদক জনাব মুফিজুল ইসলাম সিকদার, এডভোকেট রেজাউল করিম বাবর, ডাঃ মোহাম্মদ ইউসুফ, ডাঃ ইমতিয়াজ, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও লিও জেলা ৩১৫ বি-৪ এর প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ  ওবায়দুর রহমান,লায়ন মোহাম্মদ মিজানুল করিম,লায়ন মোহাম্মদ ছৈয়দ। লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ইলেক্ট প্রেসিডেন্ট লিও মহিউদ্দিন সিরাজ, সেক্রেটারি লিও আহমেদ উল্লাহ পাপন, জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন) লিও মোঃ জাহেদ, ট্রেজারার লিও আশিক উদ্দিন, লিও সব্যসাচী দেব নাথ, লিও জয়নুল আবেদিন, লিও সৌমেন বড়ুয়া,লিও জামিল,লিও আহমেদ জাহাঙ্গীর, লিও আফজাল প্রমুখ!! ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীকে বিভিন্ন সেবা ও পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়!
আরও পড়ুন

সর্বশেষ