শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেড ক্রিসেন্ট চট্টগ্রামের বৈশাখী উৎসব পালিত

রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বৈশাখী উৎসব পালিত

received_2109623619144914বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে তরুণ ও যুবদের ভূমিকা রয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শুধু চট্টগ্রামবাসীর কল্যানে কাজ করেননি, সারা দেশের কল্যানে শ্রম দিয়ে যাচ্ছেন । পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে। দেশের সংস্কৃতি ও বিনোদন মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ পহেলা বৈশাখে। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে বৈশাখী উৎসবে সিটি মেয়র প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দিন এ কথা বলেন।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পৃষ্ঠপোষকতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে ১ম বারের মত ১লা বৈশাখ নববর্ষ ১৪২৬ বাংলা উৎযাপন উপলক্ষে বৈশাখী উৎসব নগরীর চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর ভবন সংলগ্ন মাঠে ১৪ই এপ্রিল দিনব্যাপি আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান মোঃ ইসমাঈল হক চৌধুরী ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান আ.জ.ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস-চেয়ারম্যান এম.এ. ছালাম, প্যানেল মেয়র চৌধুরী হাসন মাহমুদ হাসনী, সাহাবুদ্দিন ডেকোরেশনের সভাপতি আলহাজ্ব সাহাবউদ্দিন, সিটি ইউনিট কার্যকরী পর্ষদ এইচ এম সালাউদ্দিন, সাফকাতজাহান, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, সৈয়দ আদনান হোসেন, সিনিয়র যুব সদস্য আশরাফ মাসুদ। দিনব্যাপি অনুষ্ঠানমালাই সর্বোস্তরের জনসাধাণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।। বর্ণাঢ্য এই বৈশাখী উৎসবের মধ্যে ছিল মঙ্গলশোভা যাত্রা এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম সিটি ও জেলার বিভিন্ন স্কুল, কলেজ ইউনিটের সাংস্কৃতিক দল ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পীগোষ্ঠী দলীয় এবং এককভাবে সাংস্কৃতিক পরিবেশনায় পারদর্শী শিল্পীকে দেশীয় সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতার উপর পরিবেশনা। সাথে ছিল নানান রকমের মৌছুমী পিঠার স্টলসহ বিভিন্ন ধরণের স্টল।

আরও পড়ুন

সর্বশেষ