বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদে নতুন নির্বাচনের জন্য রুল

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদে নতুন নির্বাচনের জন্য রুল

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন বাতিল করে কেন নতুন নির্বাচন হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।  ৯ এপ্রিল সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের  বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন  বেঞ্চ এই  রুল জারি করেন। লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক পিয়ারুর আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করেন।

মাহমুদুল হক পিয়ারুর পক্ষের আইনজীবী এডভোকেট সৈয়দ মামুন মাহবুব সিভয়েসকে বলেন,  মাহমুদ হক পিয়ারুর প্রার্থীতা বাতিল করা হলে হাইকোর্ট রীট করে প্রার্থীতা ফেরত পান। নির্বাচনের আগমুহূর্তে চেয়ারম্যান প্রার্থীর এসএম সলিমুদ্দিন চৌধুরী খোকন  আপীল করে পেয়ারুর চেয়ারম্যান পদ স্থগিত করেন। ৩১ মার্চ পিয়ারুকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ এপ্রিল আপীল বিভাগ আপীল নিষ্পত্তি করে প্রার্থীতা ফেরত পান পিয়ারু। সেইদিনে পূর্বের নির্বাচন বাতিল করে।  নতুন নির্বাচনের আবেদন করেন। সেটার প্রেক্ষিতে আজকে শুনানিতে আদালত লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন বাতিল করে কেন নতুন চির্বাচন অনুষ্ঠিত হবে না- তা জানতে নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি ৪ সপ্তাহের রুল জারি করেন।

মাহমুদুল হক পিয়ারুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদ, এডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও এডভোকেট মো. হুজ্জাতুল ইসলাম খান। লোহাগাড়া উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান জিয়াবুল হক বাবুলের পক্ষে শুনানি করেন এডভোকেট মকবুল আহমেদ।

উল্লেখ্য, তৃতীয় ধাপে ২৪ মার্চ লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন আগে এক প্রার্থী কোর্টে রিট করায় নির্বাচন স্থগিত হয়ে যায়। ৩১ মার্চ ৪র্থ ধাপে পিয়ারুকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে চেয়ারম্যান জিয়াবুল হক বাবুলের শপথ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ