বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচবিতে ছাত্রলীগের দ্বিতীয় দিনের ধর্মঘটেও পরীক্ষা ও ট্রেন বন্ধ

চবিতে ছাত্রলীগের দ্বিতীয় দিনের ধর্মঘটেও পরীক্ষা ও ট্রেন বন্ধ

প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আজ দ্বিতীয় দিনের মতো চলছে। ধর্মঘটের কারণে আজও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে কোনো শাটল ট্রেন ছেড়ে যায়নি। তেমনি বিশ্ববিদ্যালয় থেকে শহরে আসেনি কোনো যানবাহন। ক্যাম্পাসে প্রথম দিনের মতোই বন্ধ রয়েছে সব দোকানপাট।

আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তা দমন করা হবে। গত ৩১ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচটি হলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পরদিন আবারও সংঘর্ষের ঘটনা ঘটলে ছাত্রলীগের একটি অংশের ছয় কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়।

এ ঘটনায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীরকে প্রত্যাহার, গ্রেপ্তার কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ চার দফা দাবিতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। গতকাল অবরোধ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়।

একপর্যায়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্রলীগ গোয়েন্দা পুলিশের একটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আবাসিক হলের সামনে কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে ছাত্রলীগের কর্মীদের ককটেল ছুড়তেও দেখা গেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

সর্বশেষ