শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের হসপিটারিটি পার্টনার হলো ইন্টার কন্টিনেন্টাল, ঢাকা

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের হসপিটারিটি পার্টনার হলো ইন্টার কন্টিনেন্টাল, ঢাকা

sonarghaআগামী ২২ই এপ্রিল হতে ০৩রা মে ২০১৯ ঢাকায় অনুিষ্ঠতব্য বঙ্গমাতা অনুর্দ্ধ ১৯ আর্ন্তজাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করবে ইন্টার কন্টিনেন্টাল, ঢাকা। এ লক্ষ্যে টুর্নামেন্ট আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টস এর সঙ্গে ইন্টার কন্টিনেন্টাল, ঢাকা এর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ (রবি বার)  ইন্টার কন্টিনেন্টাল কার্য্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয়। কে-স্পোর্টস এর পক্ষে উপস্থিত  ছিলেন এর প্রধান নির্বাহী জনাব ফাহাদ এম এ করিম এবং ইন্টার কন্টিনেন্টাল, ঢাকা এর মহাব্যবস্থাপক জেমস পি মেকড়োনাল্ট স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টার কন্টিনেন্টাল, ঢাকা এর  ডাইরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং রেজয়ান মারুফ , ডাইরেক্টর অব মার্কেটিং এন্ড বিসনেস প্রমোশন মো: সাহিদুস সাদিক, ডাইরেক্টর অব ফুড এন্ড বেভারেজ আব্বাস মাতুয়াক,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর পক্ষে মিডিয়া কমিটির চেয়ারম্যান মো: আমিনুর ইসলাম বাবু ,প্রটোকোল অফিসার তুষার ইমরান এবং কে-স্পোর্টস এর পক্ষে ডাইরেক্টর জনাব আশফাক আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব মুনতাসির ভুঁইয়া ও চীফ অপারেটিং অফিসার জনাব মাহবুবুর রশিদ।
মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক আগ্রহে নারী ফুটবল  বঙ্গমাতা অনুর্দ্ধ ১৯ আর্ন্তজাতিক নারী  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবে এদেশে এধরনের প্রথম টুর্নামেন্ট।এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া,তাজিকিস্তান,লাওস,সংযুক্ত আরব আমিরাত এবং কিরগিজস্তান অ-১৯ মহিলা জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে।

আরও পড়ুন

সর্বশেষ