বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এক সড়ক দূর্ঘটনায় মো: রুবেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় রাস্তায় বাসের অপেক্ষারত রুবেলকে স্টারলাইনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং এলাকাবাসী যৌথভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা স্টারলাইনের একটি বাস পুড়িয়ে দেয় এবং গ্রিনলাইনের ১টি বাসসহ আরো ১০-১২টি বাসে ভাংচুর করে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

আরও পড়ুন

সর্বশেষ