শুক্রবার, মে ১০, ২০২৪
প্রচ্ছদটপখালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করাই স্বাধীনতার শপথ : মির্জা ফখরুল

খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করাই স্বাধীনতার শপথ : মির্জা ফখরুল

খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করাই স্বাধীনতা দিবসের শপথ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্বাধীনতার আদর্শ, লক্ষ্য এবং স্বাধীনতার চেতনাকে পুনরুদ্ধার করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আজ আমাদের শপথ গ্রহণ করতে হবে।’

এ সময়, আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া এবং গণতন্ত্রকে মুক্ত করতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার যে চেতনা এবং আদর্শ নিয়ে ১৯৭১ সালে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তা লুন্ঠিত হয়েছে। দেশে একদলীয় শাসন কায়েম হয়েছে। দেশের মানুষের আজ নিরাপত্তা নেই, জনগণের অধিকার নেই, গণতন্ত্র নেই।

স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে শপথ নেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ